• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যেকোনো ব্যথা দূর করতে ঘরেই তৈরি করুন জাদুকরী বাম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

নানা কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে ব্যথা হয়ে থাকে। সারাদিনের কাজের চাপ, নানারকম চিন্তা, শারীরিক পরিশ্রম ইত্যাদির কারণে মাথাব্যথাসহ শরীরের নানা জায়গায় ব্যথা অনুভূত হয়ে থাকে।

এছাড়া করোনাকালে সীমাবদ্ধ চলাচল মানুষের শরীরের ব্যথা বাড়িয়ে তুলেছে। শরীরচর্চার অভাবে মানুষেরা নিয়মিত নানারকম ব্যথায় ভুগছেন। এই ধরনের ব্যথা উপশম করতে ফার্মেসি নয়, ঘরে তৈরি বাম আপনাকে সাহায্য করতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরেই ব্যথানাশক বাম তৈরি ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে-

যা যা লাগবে

নারিকেল তেল, গোলমরিচ তেল, ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপ্টাসের তেল, প্রাকৃতিক মোম, বাম সংরক্ষণ করার জন্য একটি ছোট কৌটো।

তৈরি পদ্ধতি

তিন চা চামচ মোম নিন এবং এতে চার চা চামচ নারকেল তেল মেশান। এটি মাইক্রোওয়েভে গরম করুন যাতে মোম এবং নারকেল তেল ভালোভাবে মিশে যায়। মাইক্রোওয়েভ থেকে মিশ্রণটি বের করার পরে মিশ্রণে সমস্ত প্রয়োজনীয় তেল কয়েক ফোঁটা যুক্ত করুন। মিশ্রণটি সঠিকভাবে নাড়ুন এবং এটি একটি ঢাকনাযুক্ত পাত্রে রাখুন। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে পারেন।

ব্যবহার পদ্ধতি

মিশ্রণটি পুরোপুরি শীতল হতে দিন এবং এটি যেখানে ব্যথা হচ্ছে সেখানে প্রয়োগ করুন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা