• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শসা দিয়ে চোখ চুলকানো সমস্যা নিরাময়ের উপায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ মার্চ ২০২১  

চুলকানি নিরাময়ে শসা খুবই উপকারি। শসা তে আছে অ্যান্টি- ইরিটেশন প্রোপার্টিজ যা জ্বালা পোড়া ফোলাভাব চুলকানি ইত্যাদি দূর করতে সাহায্য করে।

চোখ হচ্ছে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ন অংশ। আর এই চোখ আমাদের সবসময় নিরাপদ রাখা উচিত।

চোখ মাঝে মাঝে ভাইরাস আক্রান্ত হয় যার ফলে প্রচুর চুলকানি হতে পারে। চোখের চুলকানি নিরাময়ে শসা দ্রুত কাজ করে।

পরিবেশ দূষণ, ধুলা-বালি, ইত্যাদি কারণে প্রায় অনেকেরই চোখ চুলকানো বা চোখ জ্বালা-পোড়া হওয়ার সমস্যা হতে পারে।

যারা অতিরিক্ত চোখে হাত দিয়ে থাকেন বা চোখ ঘষাঘসি করেন তাদের এই সমস্যা আরও বেড়ে যায়।

এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা সাধারণত ডাক্তারের সাহায্য নিয়ে থাকি।

এই সমস্যা সমাধানের জন্য ডাক্তারের সমাধান থাকলেও চটজলদি ঘরোয়া উপায়ে চোখের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আমরা শসা ব্যবহার করে চোখের এই সমস্যা সমাধান করতে পারি। আমরা সাধারণত শসা সবজি হিসেবে ব্যবহার করে থাকি।

কিন্তু শসার মাধ্যমে খুব সহজে চোখ চুলকানো সমস্যার সমাধান করা যায়। আজকে চোখের চুলকানি নিরাময়ের শসা এর উপকারিতা সম্পর্কে জানব।

তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে শসা আমাদের চোখ চুলকানো নিরাময় করে থাকে-

প্রয়োজনীয় উপকরণঃ

১) শসা

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে একটি শসা ভালোভাবে ধুয়ে, পাতলা টুকরা করে কেটে নিতে হবে। এরপর এটিকে একটি রেফ্রিজারেটরে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে।

ব্যবহারের নিয়মাবলিঃ

শসার টুকরো ১৫-২০ মিনিট পর বের করে দু চোখের উপর দু টুকরো দিয়ে দিতে হবে। এরপর এভাবে ১০ মিনিট রেখে দিতে হবে।

প্রত্যেকদিন চার পাঁচ বার এই ভাবে শসা ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

চুলকানি নিরাময়ের শসা এর অনেক কার্যকারিতার পাশাপাশি শসা আমাদের শরীরের আরও অনেক উপকার করে থাকে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা