• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

এমবিবিএস ভর্তি পরীক্ষা; আজ থেকে মেডিকেল কোচিং বন্ধ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

আগামী ৪ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের মেডিকেল কোচিং সেন্টারগুলো আজ থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের সব সর্তকতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা এবং নিরপেক্ষতার নিশ্চয়তার জন্য ১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সব বেসরকারি পর্যায়ের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত ‍গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের ওই চিঠিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশে বর্তমানে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৬৮টি আসন রয়েছে। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে প্রায় ৭ হাজার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা