• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৯ম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২৫ জানুয়ারি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রসায়ন সমিতি ২৫ জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক/এ-লেভেল শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য ৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজন করেছে

রসায়ন শিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ রসায়ন-সমিতির এ উদ্যোগ। প্রাথমিক বাছাই পরীক্ষা ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত  বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিভাগের পরীক্ষা হবে কার্জন হল প্রাঙ্গনে। একই স্টেশনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি। প্রার্থীদের ২০০ টাকা জমা দিয়ে ১৫ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।

অলিম্পিয়াডের উচ্চ মাধ্যমিক পর্যায়ের রসায়নের সিলেবাস থেকে রসায়ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রশ্নপত্র হবে নৈর্ব্যক্তিক (MCQ) ধরনের।  ১ম থেকে ২০তম বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট দেওয়া হবে।

আন্তর্জাতিক পর্যায়ে প্রতি বছর রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের অংশগ্রহণ করার জন্য চেষ্টা চলছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন বা রেজিস্ট্রেশন ফরমের নমুনা কলেজে ও বিসিএস ওয়েবসাইটে পাওয়া যাবে। ফটোকপি ব্যবহার করা যাবে।

প্রতিযোগীদের অবশ্যই নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রতিযোগীদের ঢাকা কিংবা অন্য কেন্দ্রে আসা এবং ঢাকায় থাকার ব্যবস্থা নিজ ব্যবস্থাপনায় করতে হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা