• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সিলেটে ২০০০ কেজি পিরানহা মাছ জব্দ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

সিলেটের একটি মাছ বাজার থেকে ২০০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।  

 

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নগরের কাজিরবাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানিক দল। 

জব্দকৃত পিরানহা মাছের মূল্য দেড় লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এসময় সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ছৈইদ উল্লাহ ও বাপ্পী মাছের আড়তের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন প্রমুখ।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন বলেন, বিষাক্ত না হলেও মাছগুলো রাক্ষুসে স্বভাবের। এগুলো দেশি মাছ সাবাড় করে ফেলে। তাই এসব মাছ খামারে চাষ নিষিদ্ধ।

জরিমানার পরিমাণ কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, মৎস্য আইনে ৫ হাজার টাকার উপরে জরিমানা করা যায় না।    

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা