• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সিরাজগঞ্জে ফেয়ার প্রাইসের কার্ডে নয়-ছয়, ৩ ইউপি সদস্য আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

দুস্থ, হতদরিদ্রদের সরকারি ১০ টাকা কেজি দরে চালের ফেয়ার প্রাইসের জন্য বরাদ্দ কার্ডে নয়-ছয়ের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে তিন ইউপি সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সোনামুখী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ছরাভানু খাতুন এবং পুরুষ সদস্য আমির হোসেন ও আসাদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দীকীর নেতৃতাধীন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাদের আটক করে।

আটকের পর উপজেলা নির্বাহী অফিসে এনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ এবং সেনা সদস্য ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী বলেন, ‘সোনামুখী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বরাদ্দ হওয়া ফেয়ার প্রাইসের প্রায় ৩০ শতাংশ কার্ড নয়-ছয়ের অভিযোগে তাদের আটক করা হয়। নেপথ্যে কোনও ডিলার বা দলীয় লোকজন জড়িত কিনা, তাদের খুঁজতে আটক ইউপি সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।’

এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তোফাজ্জেল হোসেন জানান, করোনা ভাইরাস সচেতনতায় ২৪ ঘণ্টায় এগারোটি ভ্রাম্যমাণ আদালতে জেলার ৬৭ জনকে ৫৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত ও সরকারি তহবিল থেকে দুপুরে কাজিপুরে পাঁচশ’ কর্মহীন মানুষের মধ্যে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা