• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় সামাজিক দুরত্ব না মানায় ১১ জনকে অর্থদণ্ড

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব অমান্য করায় ১১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

তিনি জানান, তালা উপজেলার মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে। সামাজিক দূরত্ব না মেনে চলাচল ও অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরির দায়ে ১১ জনকে জরিমানা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে নানারকম প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারপরেও কিছু মানুষ বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হয়ে আসছেন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা