• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা আদায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

করোনা পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারিকৃত বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

১৪ এপ্রিল, ২০২১ তারিখে পরিচালিত মোট ১৭ টি মোবাইল কোর্ট অভিযানে ৯০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮৫,১০০/-(পঁচাশি হাজার একশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, ২৯ মার্চ ২০২১ তারিখে জারিকৃত ‘প্রজ্ঞাপন’ এর পর থেকে আজ পর্যন্ত পরিচালিত মোট ১২৭ টি মোবাইল কোর্ট অভিযানে ৭৪০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৭,৮৯,২৫০/-(সাত লক্ষ ঊননব্বই হাজার দুইশত পঁঞ্চাশ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা