• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০  

সাতক্ষীরায় মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে স্মরণকালের সর্ববৃহৎ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বস্তরের হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বিজয় ফুল প্রদর্শন করা হয়।

মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রম উপলক্ষে কর্মসূচিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা