• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে এনজিও কর্মী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন এক রোগী। মঙ্গলবার (৩১ মার্চ) তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে (আইইডিসিআর)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মানস মণ্ডল জানান, গতকাল দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ওই ব্যক্তি (৫০) জ্বর সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস ও এজমা রয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি একটি এনজিওতে চাকরি করেন। তিনি কোনো প্রবাসী বা বিদেশির সংস্পর্শে ছিলেন কিনা পরিবারের লোকজন জানেন না।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম ট্রান্সপোর্টের সমস্যার উল্লেখ করে জানিয়েছেন, আজ তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হবে।
 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা