• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সকল বাধা অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

সকল বাধা বিপত্তি অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) সভাপতি মুনিরা খান। বলেন, দেশবাসী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব পরিবেশ ঠিক রাখা। যদি পরিবেশ ঠিক থাকে এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে, প্রশাসন যদি সব দলকে লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রচারণার সমান সুযোগ দেয়, তাহলে ভালো নির্বাচন হবে বলে আশা করছি। অর্থাৎ এই নির্বাচনে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হবে এই নির্বাচনে।

সেনাবাহিনী মাঠে নামালে বর্তমান লেভেল প্লেয়িং ফিল্ড না পাওয়ার যে অভিযোগ  বিরোধীপক্ষ করছে সেই অবস্থার উন্নতি হবে কি না জানতে চাইলে ফেমা সভাপতি বলেন, আমি মনে করছি উন্নতি হবে। না হলে রাজনৈতিক দলগুলো মাঠে সেনাবাহিনী নামাতে বলে কেনো? দলগুলো তাদের এজেন্ডা অনুযায়ী যখন কোন কিছু চায়, তখন চিন্তাভাবনা করেই চায়। সেনাবাহিনী মাঠে থাকলে নির্বাচনি পরিবেশ সুষ্ঠু হবে এবং পরিবর্তন আসবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে দলগুলোকেও প্রমাণ করতে হবে, আমরা আর্মি বা সেনাবাহিনী চেয়েছিলাম এই কারণে পরিবেশ সুষ্ঠু আছে।

নির্বাচনে জোট মহাজোটের অংশগ্রহণ, রাজনীতিতে কতটা স্থিতি আনবে জানতে চাইলে মুনিরা খান বলেন, সেটা নির্ভর করছে শেষ ক’টি দিনের ওপর। সমস্ত রাজনৈতিক দলের ব্যবহারের ওপর। তারা কতটুকু আচরণবিধি মেনে চলছে। একইসঙ্গে নির্বাচন কমিশনও সবার জন্য কতটা সমতল ক্ষেত্র তৈরি করতে পারছে সেটাও দেখার বিষয়। আমরা আশা করছি, সবাই মিলে দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য একটি ভালো নির্বাচনের প্রচেষ্টা চালাবে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা