• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরের খোশালখালীতে ডাকাতির ঘটনায় দু’জনসহ গ্রেপ্তার ৬

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের খোশালখালী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শ্যামনগর থানা পুলিশ আব্দুল জব্বার (৪২) ও সাইফুজ্জামান মিলন (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে উপ-পরিদর্শক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা যথাক্রমে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের ধোনাই গাজী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আহমদ উল্লাহর ছেলে।

উল্লেখ্য, শুক্রবার রাতে খোশালখালী গ্রামের আব্দুস সাত্তারের বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা নগদ তিন লাখ টাকা ও ২৪ ভরি স্বর্নালংকারসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল লুট করে। এঘটনায় গৃহকর্তা আব্দুস সাত্তার বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে শনিবার সন্ধ্যায় শ্যামনগর থানায় মামলা করে।

এদিকে এক মাদক ব্যবসায়ী ও দুই ওয়ারেন্টভুক্ত আসামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের পৃথক তিনটি টিম তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো কাছিহারানী গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী মিলন মন্ডল(৩৪), আটুলিয়ার আবুল হোসেন মোড়লের ছেলে আব্দুস সবুর খোকন (৪৫), আবাদচন্ডিপুর গ্রামের মৃত সেলিম সর্দারের ছেলে মো: ইদ্রীস সর্দার ও মো: মুছা সর্দার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা