• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে যমুনা খননের উদ্বোধন অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

শ্যামনগরে আদি যমুনা পুনঃ-খননের উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি,সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭ টায় উপজেলার মোদক মিষ্টান্ন ভান্ডারের পাশে ব্রিজের নিচে উদ্বোধনের মাধ্যমে কাজটি শুরু হয়। এসময় চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন,বঙ্গোপসাগর থেকে সুন্দরবন হয়ে শ্যামনগর-কালিগঞ্জ স্পর্শ করে ইছামতি-কালিন্দীর সংযোগ পর্যন্ত আদি যমুনা নদী বিস্তৃত। যার কুলকুল ধ্বনিতে মুখরিত ছিলো সাতক্ষীরার দক্ষিণ জনপদ। প্রায় ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর সাথে ৫০টিরও বেশি বিল ও খালের সংযোগ ছিল। বর্তমানে সেই আদি যমুনা নদীতে এখন আর কোন স্রোত নেই, কোন কুলকুল ধ্বনিও নেই। বরং আছে হাহাকার আর অতীতের ধূসর স্মৃতি। তিন আরোও বলেন, যারা যমুনার উপর অবৈধ স্থাপনা তৈরি করেছেন নিজ নিজ দায়িত্বে সরানো ও যমুনায় ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ না করার আহবান জানান।

যমুনা পুনঃ-খনন উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী লিটন, জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আহসানুল রহমান, ইউপি সদস্য মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা