• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে ভেজাল মধুতে ছয়লাবঃ দিশেহারা হয়ে পড়েছে ক্রেতারা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

শ্যামনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে চিনির দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে হরিনগর বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন চিনির দাম বৃদ্ধির কারণ চিনি দিয়ে মধু তৈরি হচ্ছে।

সেই ভেজাল মধু বিভিন্ন বাজারে চার দোকানে মুদি দোকানে দেদারছে বিক্রি হচ্ছে।

কিছু অসাধু ভেজাল মধু ব্যবসায়ীরা শত শত বস্তা চিনি ক্রায় করে গুদামজাত করছে এবং সেই চিনি জ্বালদিয়ে ফ্লাবার মিশিয়ে মধু তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে মানুষকে ঠকিয়ে হাজার হাজার টাকা ব্যবসা করছে। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে একটি মহাল সুন্দরবনের মধু বলে চিনি ব্যবহারকৃত মধু দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে ব্যবসা করছে । সুন্দরবন বাজার ,হরিনগর বাজার, মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে অনেকের নাম উঠে এসেছে।

ভেজাল মধুর ব্যাবসা করে অনেকেই রাতারাতি কোটিপতি বনে গেছে।

সামনে পবিত্র মাহে রমজান মাস, এই মাসে চিনির চাহিদা বেড়ে যায় আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ কর্তৃপক্ষ ভেজাল মধু তৈরিকারী ব্যক্তিদের শনাক্ত করে চিনির ব্যবহার কমাতে না পারলে সাধারণ মানুষের ভিতরে একটি ক্ষোভ দেখা দেবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা