• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শ্যামনগরে বিদেশফেরত ছয়জন হোম কোয়ারেন্টাইনে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

সাতক্ষীরার শ্যামনগরে বিদেশফেরত ছয় ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। চলতি মাসে ওই ব্যক্তিরা ইটালি, ডেনমার্ক, দুবাই ও ভারত থেকে শ্যামনগরে আসে। প্রত্যেককেই ঢাকা থেকে কোয়ারেন্টাইন কার্যক্রম শেষে নিজ নিজ বাড়িতে থাকার পরমার্শ দেওয়া হয়।

এ ব্যাপারে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) ডাঃ অজয় কুমার সাহা বলেন, বিদেশ থেকে আসা ছয় ব্যক্তিকে বাড়িতে থাকার পরমার্শ দেওয়া হয়েছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে স্বাস্থ্য পরিদর্শক (এইচআই), সহকারি স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) এবং মেডিক্যাল অফিসার ডিজিজ কনট্রোল (এমওডিসি) এর মাধ্যমে তাদের স্বাস্থ্যগত বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জার গিফারি জানান, বিদেশ থাকা আসা ব্যক্তিরা যাতে বাহিরে না আসতে পারে সে জন্য ওয়ার্ড পর্যায়ে ইউপি সদস্যদের মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাদের বাহিরে চলাফেরা না করার জন্য পরমার্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া হবে। সবাইকে নিজ নিজ দায়িত্বে সচেতন থাকার পরমার্শ দেন ইউএনও।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা