• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

`শেবাগ` গুরুত্বপূর্ণ, মাশরাফি মনে রাখবেন `দ্রাবিড়`কে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মে ২০২০  

বীরেন্দর শেবাগকে বোল্ড করাই কি মাশরাফির সবচেয়ে প্রিয় উইকেট? ক্যারিয়ারে বহুবার এ প্রশ্নের সন্মুখীন হয়েছেন মাশরাফি। সেই ২০০৭ বিশ্বকাপ। ম্যাচের আগের দিন সতীর্থ মানজারুল ইসলাম রানার মৃত্যুতে শোকে ম্যূহমান ছিল  বাংলাদেশ দল। গায়ে জ্বর ছিল মাশরাফির। পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ। মাশরাফি জ্বর নিয়ে খেলেই ৩ উইকেট নেন ভারতের।

সেই ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ওই হারের জন্য পরে ভারতেরও বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়। সে ম্যাচে ভারতীয় ওপেনার শেবাগকে স্মরণীয় এক ডেলিভারিতে বোল্ড আউট করেছিলেন মাশরাফি। এত দিন পর সে প্রসঙ্গ উঠে আসার কারণ লেখার ‍শুরুতে করা প্রশ্নটি। কাল মাশরাফির  ব্রেসলেটের নিলাম অনুষ্ঠানে তাঁকে প্রশ্নটি করেন এক ভক্ত।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জবাবে তুলে আনেন রাহুল দ্রাবিড়কে আউট করার স্মৃতি, 'চোট কাটিয়ে ৯ বা ১০ মাস পর দলে ফিরেছিলাম। রাহুল দ্রাবিড়কে আউট করেছিলাম। এটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ইনসুইংয়েই (শেবাগও) বোল্ড হয়েছিল। পরিস্থিতি বিচারে শেবাগের আউটটি হয়তো বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু রাহুলের আউটটিও মনে রাখব।'

২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে 'দ্য ওয়াল' খ্যাত দ্রাবিড়কে বোল্ড আউট করেছিলেন মাশরাফি। কোনো রান করার আগেই ৭ বল খেলে বিদায় নিয়েছিলেন দ্রাবিড়। তিন বছর পর বিশ্বকাপে শেবাগের আউটের পেছনে দারুণ এক ইতিহাস আছে। করোনাভাইরাস মহামারির মধ্যে ফেসবুক লাইভ অনুষ্ঠানেসে কথা জানিয়েছেন মাশরাফিরই সতীর্থ তামিম ইকবাল।

তামিম এর আগে জানান, মাশরাফি নাকি শেবাগকে লেংথ থেকে ভেতরে আসা বলে আউট করার কথা বলেছিলেন, তাও আবার ম্যাচের ১০ দিন আগে। ম্যাচের দিন ঠিকই শেবাগকে ভেতরে ঢোকানো  বলে আউট করেন মাশরাফি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা