• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মোবাইলে কোরআন শ্রবণকালে সিজদায়ে তেলাওয়াতের সময় করণীয়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০  

প্রশ্ন: মোবাইলে কোরআন তেলাওয়াত শ্রবণকালে সিজদায়ে তেলাওয়াতের আয়াতসমূহ আসলে করণীয় কি?

উত্তর: মোবাইল বা যেকোনো মাধ্যমে সিজদার আয়াত শ্রবণ করলে সিজদা দেয়া উত্তম। ইবনু ওমর (রা.) বলেন, নবী করিম (সা.) যখন সিজদার আয়াত তেলাওয়াত করতেন এবং আমরা তাঁর নিকট থাকতাম, তখন তিনি সিজদা করতেন এবং আমরাও তাঁর সঙ্গে সিজদা করতাম। এতে কখনো এত ভিড় হতো যে, আমাদের মধ্যে কেউ কেউ সিজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না (বুখারি হা/১০৭৬; মিশকাত হা/১০২৫)। 

তবে এটি ওয়াজিব নয়। কেননা যায়েদ বিন ছাবেত (রা.) রাসূল (সা.) এর সামনে সিজদার আয়াত পড়ে সিজদা না করলে রাসূল (সা.)-ও সিজদা দেননি (আবূ দাউদ হা/১৪০৪; তিরমিযী হা/৫৭৬; দারেমী হা/১৪৭২, সনদ সহিহ)।

প্রশ্নকারী: নাজনীন আখতার, গাজীপুর।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা