• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মুশফিকের প্রিয় ১৫ মুহূর্ত: সপ্তম পর্ব

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ মে ২০২০  

টেকনিক্যালি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বলা হয় মুশফিকুর রহিমকে। প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালের ২৬ মে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তার অভিষেক হয়েছিল। আর কিছুদিন পরই মিস্টার ডিপেন্ডেবলের আন্তর্জাতিক ক্রিকেটে আগমনের ১৫ বছর পূর্ণ হবে। 

করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১২ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেছিলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’

‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে সোমবার নিজের সপ্তম প্রিয় মুহূর্ত জানান মুশফিক। তবে এই পর্বে কোনো ম্যাচের কথা উল্লেখ না করে একটি বছরকেই উল্লেখ করেছেন তিনি। মিস্টার ডিপেন্ডেবল লেখেন, 'ক্রিকেটে আমাদের অনেক সাফল্যমণ্ডিত মুহূর্ত আছে কিন্তু কঠিন মুহূর্তও কম ছিল না। ২০১৪ সাল ছিল তেমনই একটি সময়। বছরের শুরু হয়েছিল নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজনের উত্তেজনা নিয়ে। সফলভাবে নিজের দেশে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় আমি গর্বিত।'

মুশফিক যোগ করেন, 'যাই হোক, ২০১৪ সালে আমরা অনেক চড়াই উতরাই পার করেছি। এই বছর থেকে এটাই আমার শিক্ষা যে কঠিন সময়েও সমর্থকরা আমাদের পাশে ছিল, এটাই আমার কাছে প্রিয় স্মৃতি। সে বছরের ভুল থেকে শিক্ষা নিয়েই ২০১৫ সালে আমরা সাফল্য পাই।'

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা