• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মাদক ও মানব পাচার বিরোধী সচেতনতায় দেবহাটা পুলিশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জুন ২০২১  

দেবহাটা পুলিশ সীমান্ত পারের গ্রামগুলো এবং ইছামতী সীমান্তের বিভিন্ন অংশে মানব পাচার ও মাদক বিরোধী প্রচারনা চালিয়েছে। উপজেলার নাংলা বসন্তপুর, চরশ্রীপুর, ভাতশালা, টাউনশ্রীপুর সুশীলগাতি, কোমরপুর এলাকায় দিনব্যাপী মাদক ও মানব পাচার বিরোধী প্রচারনায় জন সাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করে, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমান্ত পারের গ্রাম বাসির উদ্দেশ্যে যে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীূর নেতৃত্বাধীন টিম বলেন মাদক ব্যবসায়ী, সেবী এবং মানব পাচারকারীরা দেশের শত্র“, তাদের কে আইনের আওতায় আনা হবে। সীমান্তবাসীকে এসব অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার আহবান জানান। অপরাধীূরা কোন অবস্থাতেই ছাড় পাবে না, এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বাধীন টিমে অন্যান্যদের মধ্যে সচেতনতামুলক প্রচারনায় অংশ নেন এসআই হানিফ, এসআই মিজুনুর রহমান, এসআই হাফিজুর রহমান প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা