• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মনপুরায় বিড়ল প্রজাতির পেঁচা উদ্ধার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

ভোলার মনপুরার হাজির হাট এলাকা থেকে বিড়ল প্রজাতির দুটি খুড়ুলে পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকালে পেঁচা দুটি উদ্ধারের পর মনপুরার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

ভোলার মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস জানান, সকালে মনপুরার হাজির হাট এলাকার এক কৃষকের ঢেরশ ক্ষেতের জালের সাথে দুটো পেঁচা আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগের একটি দল সেখানে গিয়ে জাল থেকে পেঁচা দুটো উদ্ধার করে। পরে তার উপস্থিতিতে পেঁচা দুটিকে উপজেলার জংলারখাল এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

এদিকে, বন্যপ্রাণী গবেষক ও পাখি বিশেষজ্ঞ সামিউল মেহেসনিন ই-মেইলে পাঠানো পেঁচা দুটির ছবি দেখে জানান, নাদুস-নুদুস দেখতে ছোট আকারের পেঁচা দুটির নাম খুঁড়ুলে পেঁচা। এরা গাছের কোটরে বা খোঁড়লে বাস করে বলে এদের এমন নাম হয়েছে। এরা জোড়ায় জোড়ায় থাকে এবং এক জোড়া একই জায়গায় থাকতে পছন্দ করে।

তিনি আরো জানান, গোধূলি এবং কাকডাকা ভোরে এরা বেশি কর্মচঞ্চল হয়ে ওঠে। ইঁদুর আর ছুঁচো এদের প্রধান খাবার। এছাড়া খাদ্য তালিকায় রয়েছে উড়ন্ত পোকা, টিকটিকি, বাদুড়, ছোট পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণী। সংকটাপন্ন এ প্রাণীটির সংখ্যা বিগত কয়েক দশক ধরে কয়েকগুণ কমে গেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা