• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বুধহাটায় নমুনা শস্য কর্তন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১  

 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার এ ফসল কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
উপজেলার বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের ৪ নং ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের রবি/২০২০-২১ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে কৃষক মোঃ শামিম আহম্মেদ ব্রিধান ৮৮ চাষাবাদ করেন। ফসলের উৎপাদন দেখতে নমুনা কর্তন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাজিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জীবন ইসলাম উপস্থিত থেকে নমুনা ফসল কর্তন করেন। বুধহাটা  ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কর্তনকালে ফসলের জীবনকাল ১৩১ দিন। ২.৫৩ মিটার বৃত্তাকার ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেতের ধানের কাঁচা ওজন ১৫.৮০ কেজি এবং কাঁচা ধানের আর্দ্রতা ৩১%। সেই ক্ষেত্রে ১২% সংরক্ষিত বীজের ক্ষেত্রে ধানের শুকনা ফলন ৬.১৯ মেঃটন/ হেক্টর পাওয়া গেছে। সে হিসাবে এক বিঘা/ ৩৩ শতাংশ জমিতে ফলন ৮২৭ কেজি পাওয়া যায়। সবশেষে চাষীকে বীজ সংরক্ষণের পরামর্শ প্রদান করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা