• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিরামপুরে হাম-রুবেলা প্রশিক্ষণ বর্জন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

টেকনিক্যাল স্কেলে ও পদমর্যাদার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাম-রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন দিনাজপুরের বিরামপুরে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। এতে আগামী ২৯ ফেব্রুয়ারি সারাদেশে হাম-রুবেলার টিকা নিয়ে অনিশ্চিত দেখা দিয়েছে। বুধবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি সভায় এই ঘোষণা দেন তারা। 

সভায় স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলফ এ্যসিসটেট এসোসিয়েশন বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা সারাদেশে এই কর্মসূচি চলছে। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।এসময় উপজেলার প্রায় ২৬ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা