• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বিভিন্ন জেলায় দরিদ্রদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ খাবার বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

সারা দেশে করোনা সঙ্কট মোকাবিলায় দরিদ্রদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ খাবার বিতরণ করেছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন।

খুলনায় দুস্থ ও কর্মহীনদের চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছে নৌবাহিনী। সোমবার সকালে খালিশপুরের নৌবাহিনী ঘাটি তিতুমীরের সামনে শতাধিক পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

দুপুরে মৌলভীবাজারের রাজনগরে বেকার ও দুস্থদের মধ্যে ১০ কেজি চাল ও আর্থিক সহায়তা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। চাঁদপুরে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী দিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

এদিকে, সুনামগঞ্জে শ্রমজীবী মানুষের মধ্যে  চাল, ডাল, আলুসহ নিত্যপণ্য বিতরণ করেছে ছাত্রলীগ। পঞ্চগড়ের পাঁচ উপজেলায় প্রথম দফায় ১৫শ' দরিদ্র মানুষের ত্রাণ সহায়তা দিচ্ছে আওয়ামী লীগ। এছাড়া, মাগুরা, কুড়িগ্রাম, ভোলা, নোয়াখালী, নাটোর, রাজবাড়ী, মাদারীপুর, গাইবান্ধা, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় খেটে খাওয়া মানুষদের ত্রাণ দেয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা