• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সাতক্ষীরা জেলা আ`লীগ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ মে ২০২১  

করোনাকালে চলমান লকডাউনের ভিতর রাতের আঁধারে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় কর্মহীন কিন্তু সমাজিক লোকলজ্জায় হাত পাততে বা চাইতে না পারা লোকগুলোর দোরগোড়ায় নিত্য খাদ্যপণ্য চাল, ডাল, আলু, পেয়াজসহ স্বাস্থ্য প্রতিরক্ষা উপকরণ পৌঁছে দিচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মানবিক খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। গত ৩০ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তা উদ্বোধন করেন।
ওই কর্মসূচির আওতায় প্রায় প্রতি রাতেই সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারের স্বাস্থ্যবিধি ও যথাযথ দূরত্ব মেনে জেলা খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক আফসার আহমেদ বাবলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সহ-সভাপতি এড. সাঈদুজ্জামান জিকো, সাবেক ছাত্রলীগ নেতা মিলন রায়, জাহিদ হোসেন বাপ্পী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা