• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ফেসবুক এজেন্ট এইচটিটিপুলের ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল এনবিআরের কাছে ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট জমা দিয়েছে। বুধবার দুপুরে ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ফেসবুকের এজেন্ট ছয় কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে। এর আগে যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় এবং অস্তিত্বহীন হওয়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুল’র বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছিল। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকার বকেয়া ভ্যাট ও ১ লাখ ৫৫ হাজার টাকার ব্যক্তিগত জরিমানা জমা দেয়।

মইনুল খান জানান, চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেসবুকের এজেন্ট রিটার্ন জমা দেওয়ার ডেডলাইনের মধ্যে আগস্ট মাসের এই ভ্যাট পরিশোধ করে। এইচটিটিপুল’র ম্যানেজিং ডিরেক্টর আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ হাজার টাকার ভ্যাট পরিশোধের চালানসহ আগস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা