• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ফুটবল সংশ্লিষ্ট কেউ করোনায় আক্রান্ত হলে পাশে থাকবে বাফুফে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

করোনা মোকবেলায় তহবিল গঠন করতে যাচ্ছে বাফুফে। করোনায় ফুটবল সংশ্লিষ্ট কেউ ক্ষতিগ্রস্থ হলে তার সহায়তার জন্য পাশে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। সেই লক্ষ্যে বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে দেশেল ফুটবলের সর্বোচ্চ সংস্থা, জানিয়েছেন বাফুফে সভাপতি সাজী সালাউদ্দিন ।  
করোনা সম্পর্কে সবাইকে সচেতন করা সেই সাথে ফুটবল সংশ্লিষ্ট বিত্তবানদেরও এই সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান বাফুফে সভাপতি। মানুষের সচেতনতার মধ্য দিয়েই প্রাণঘাতি এই ভাইরাসের মোকাবেলা করা সম্ভব। তাই ফুটবল সংশ্লিষ্টসহ সবাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না যাবার পরামর্শ দেন কাজী সালাউদ্দিন। একদিন আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পেশাদার লিগ ফুটবল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা