• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্রেরণা জোগানোদের একজন শেখ হাসিনা : ভয়েস অব আমেরিকা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

মার্চ মাসটি নারী জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সমাজে নারী জাতির বিভিন্ন অবদানের বিষয়টি স্বীকার করতে বেশ ঘটা করে স্মরণ করা হয় এই মাসটি। এরই অংশ হিসেবে ৮ মার্চ বিশ্বজুড়ে পালন করা হয় ‘বিশ্ব নারী দিবস’।

নারীদের জন্য বিশেষ এই মাসকে ঘিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভোয়া)। পোস্টে তারা আপন ক্ষেত্রে প্রভাবশালী বিশ্বের সাত নারী রাজনীতিকের নাম উল্লেখ করেছে। এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

রোববার দুপুরে ফেসবুকের ভেরিফায়েড পেজে এ তালিকা প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। ভোয়ার পোস্টে বিশ্বের সেরা ৭ নারী হলেন-

১. জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী;
২. অ্যাঞ্জেলা মার্কেল, জার্মানির চ্যান্সেলর;
৩. শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী;
৪. সানা ম্যারিন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী;
৫. উরসুলা ভন ডের লিয়েন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট;
৬. ন্যান্সি পেলোসি, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার এবং
৭. রুথ ব্যাডার গিনসবার্গ, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক।

ভয়েস অব আমেরিকা এ পোস্টের শিরোনাম দিয়েছে ‘নারী ইতিহাসের মাস’

বিশ্বের সাতজন ক্ষমতাধর নারীর নাম দিয়ে ভোয়া লিখেছে, ‘মার্চ মানেই হলো নারী ইতিহাসের মাস-একটি বার্ষিক উদযাপন যা অতীত ও বর্তমান সময়ে সমাজের নারীর অবদানের বিষয়টি হাইলাইট করে।’

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ‘ভোয়ার চোখে সবচেয়ে অনুপ্রেরণদায়ী এসব নারীরা নারীদের জন্য দ্বার খুলে দিয়েছেন এবং ক্ষমতার আসনে বসেছেন।’

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা