• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

পাবনা-রাজশাহী রুটে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন শুভ সংঘের আয়োজনে সোমবার সকালে পাবনা শহরের সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাবনা-ঢালারচর রেললাইন নির্মাণ করে বর্তমান সরকার। ২০১৮ সালে প্রাথমিকভাবে পাবনা-রাজশাহী রুটে পাবনা এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু সম্প্রতি পাবনা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামকরণ করে রেল কর্তৃপক্ষ। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাবনাবাসী। তাই অবিলম্বে ওই ট্রেনের নাম পাবনা এক্সপ্রেস নামে পুনর্বহাল করার দাবি জানান বক্তারা। আগামী ৭দিনের মধ্যে নাম পুনর্বহাল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।এর আগে সকাল ১০টায় একই দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে উত্তরণ সাহিত্য পরিষদ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা