• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দ্রুত চুল লম্বা করতে ব্যবহার করুন এই পানীয়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

সকালে এক কাপ গরম চা আমাদের শরীরকে চাঙ্গা করে দেয়। দিনের শুরুতে এই এনার্জি পানীয় আমাদের কাজের শক্তি যোগায়। শুধু সকালেই কেন? আড্ডার মেজাজ হোক বা অতিথি সেবা, চায়ের কদর সর্বত্র।

তবে জানেন কি? এই চা আমাদের চুলের জন্য উপকারি। চায়ের রয়েছে ক্যাফেইন, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-এজিং, অ্যান্টি-ইনফ্লামেটরি। যা ত্বক ও চুলের যত্নে দারুণ ভূমিকা রাখে। তাছাড়া চুলের নানান সমস্যায় খুবই উপকারি এই চা পাতা। চলুন তবে জেনে নেয়া যাক চুলের যত্নে চা পাতার উপকারিতা সম্পর্কে-     

চুলের বৃদ্ধিতে
চা-এ ভিটামিন সি, ই এবং প্যান্থেনল রয়েছে। যা চুলের বৃদ্ধি এবং চুলকে আরও মোলায়েম করতে সাহায্য করে। এজন্য কিছুটা পানিতে চা পাতা ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এবার সেই পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার শ্যাম্পুর পরে চুলে ব্যবহার করুন।

চুলের কন্ডিশনার হিসেবে
চা পাতা অনেকটা সময় জ্বাল দিয়ে গাঢ় ও ঘন লিকার তৈরি করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। চাইলে পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে পারেন, না ধুলেও সমস্যা নেই। চুল হয়ে উঠবে চকচকে আর মোলায়েম। আর এটির সুবিধা হলো যে কোনো প্রকার চুলেই ব্যবহারযোগ্য।

চুল কালো করতে
চুলে কালো রং করতে হলে কিছুটা চা পাতা হেনার সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এতে পাকা চুল সাময়িক সময়ের জন্য কালো থাকবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা