• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় রাসায়নিক মিশ্রিত ২৭ ক্যারেট আম বিনষ্ট

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

দেবহাটায় মোবাইল কোর্টের অভিযানে জব্দের পর রাসায়নিক মিশ্রিত ২৭ ক্যারেট কাঁচা আম বিনষ্ট করেছে প্রশাসন। রবিবার দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নির্দেশে রাসায়নিক মিশ্রিত কাঁচা আম গাড়ির চাকায় পিষে বিনষ্ট করেন কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।

এরআগে বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে নির্দিষ্ট সময়ের পূর্বে গাছ থেকে নামানো গোবিন্দভোগ জাতের রাসায়নিক মিশ্রিত ৩৩ ক্যারেট আম জব্দ করেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

অভিযানের আগমুহুর্তে ওই ঘটনার সাথে জড়িতরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় জব্দকৃত আমে রাসায়নিকের মিশ্রন ছিলো কিনা তা পরীক্ষার জন্য আমগুলো মজুদ করে রাখা হয়। মজুদের দুদিনের মধ্যেই ২৭ ক্যারেট অপরিপক্ষ আম পেঁকে যাওয়ায় তাতে রাসায়নিকের মিশ্রনের বিষয়ে নিশ্চিত হয়ে রোববার এসব জব্দকৃত অপরিপক্ক কাঁচা আম রাস্তায় পিষে বিনষ্ট করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা