• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

দেবহাটায় করোনা ভাইরাসকে ইস্যু বানিয়ে যাতে করে ব্যবসায়ী সিন্ডিকেট দ্রব্য মুল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে আনসার আলী নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরীন সখিপুর বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে করোনা ভাইরাসকে ইস্যু করে পেয়াজ রসুনের কৃত্রিম সংকট ও উচ্চমুল্যে বিক্রির ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে সখিপুরের মৃত মানিক গাজীর ছেলে আনসার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা