• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় ছিনতাইয়ের দায়ে পুলিশের এসআই ও কন্সটেবলসহ আটক ৩

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পুলিশের হাতে আটক পুলিশের এসআই, কনষ্টেবলসহ তিন জন।

সাতক্ষীরায় দেবহাটার পুস্পকাটিতে দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের দায়ে পুলিশের হাতে আটক হলেন এসআই মলয় বসু ও কনষ্টেবল রফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সাতক্ষীরা আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এরআগে আটক হয়ে বুধবার ১৬৪ ধারার জবানবন্দিতে মলয় ও রফিকুলের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন অবসর প্রাপ্ত ল্যান্স কর্পোরাল মোশাররফ হোসেন।

ছিনতাই ঘটনায় জড়িত পুলিশের এসআই মলয় বসু ও কনষ্টেবল রফিকুল ইসলাম রফিক যশোর ডিবি পুলিশে কর্মরত ছিলেন। ছিনতাইয়ে অপর সহযোগি মোশাররফ হোসেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের বাসিন্দা।

সার্বিক বিষয়ে নিশ্চিত করে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি, তারা ভাগাভাগি করে খরচ করে ফেলেছে।

গত শনিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার গরু ব্যবসায়ী শওকত হোসেন ও হাফিজ গরু ক্রয় করতে কালিগজ্ঞ উপজেলার মৌতলা গরু হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-কালিগজ্ঞ সড়কের পুষ্পকাটি এলাকায় র‌্যাব পরিচয়ে সাদা মাইক্রোবাস যোগে তিন ছিনতাইকারি তাদেরকে পথরোধ করে ১লাখ ২৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা