• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জ্বর নিয়ে শশুর বাড়িতে জামাই, পালালেন শাশুড়িসহ ৫ !

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

রাতে শরিরের জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে শ্বশুর বাড়িতে আসে মেয়ের জামাই গোলাম আজম (৩৮)। সকালেই ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায় শাশুড়িসহ বাড়ির ৫ সদস্য। শাশুড়িসহ ৫ সদস্য পালানোর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবার মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে বুধবার সকালে ওই ব্যক্তিসহ  করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ। এই ঘটনায় ওই ৪ ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বুধবার সকালে এই ঘটনা ঘটে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সোলায়মান হোসেন মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শরীরে জ্বর, গলাব্যাথা, সর্দি নিয়ে গোলাম আজম (৩৮) সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে তার শ্বশুর বাড়িতে আসে। স্থানীয় গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির শ্বশুর মো.মোজাহার আলীর বাড়ি থেকে করোনা সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, করোনা সন্দেহে উপজেলার বেশ কয়েকটি স্থান থেকে ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ওই ৫ জন ব্যক্তির বাড়ির লোকগুলোকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা