• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

গণিত ভীতি নয়, সহজ পাঠ্য, সহজ শিখনে পরিনত করতে হবে

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন বলেছেন জ্ঞানের পূর্নতা অর্জনে গনিতের বিকল্প নেই, গনিত ভীতিনয়, গনিতকে অধিকতর সহজ পাঠ্য সহজ শিখন, এর মাধ্যমে শিশু মননে এবং মেধায় পুর্নতা আনতে পারে। আর এ ক্ষেত্রে শিখন পদ্ধতিতে চাই সহজ লভ্যতা, সৃজনশীলতা এবং স্পষ্টবাদিতা।

তিনি আরও বলেন সাধারনত গনিত বলতে হিসাব নিকাশ বিষয়টিকে বুঝায়। এ কারনে হিসাব নিকাশের সাথে সংখ্যা ও পরিমান এর ধারনা চলে আসে, এ কারনে সংখ্যা নির্ধারনের মাধ্যমে যে হিসাব নিকাশ তাই গনিত, এ ক্ষেত্রে সংস্থা স্থাপন, সংযোজন, বিয়োজন প্রক্রিয়া পদ্ধতি শিক্ষার্থীদের জন্য যেন দুর্ভেদ্য, কঠিন না হয়, অতি সাধারন, স্বাভাবিক এবং সহজেই যেন বোধগম্য হয় সে বিষয়ে শিক্ষকদেরকে অধিকতর দায়িত্বশীল হতে হবে।

তিনি গতকাল সাতক্ষীরা পিটিআইতে গনিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে (১ম-৫ম শ্রেণী) শিক্ষার্থীদের গানিতিক দক্ষতা উন্নয়ন বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষন ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন, তিনি আরও বলেন আমাদের শিক্ষার্থীদের এক অংশের মাঝে গনিত ভিতি কাজ করে যা মেধা বিকাশের গনিত শেখার অন্তরায়, এ বিষয়ে আমরা যারা প্রশিক্ষন গ্রহন করছি এবং শিক্ষার্থীদের গনিত শিক্ষা দিই তাদেরকে ভাবতে হবে এবং সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে।

আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সটেক্টর, প্রধান শিক্ষক পর্যায়ের চলি­শজন প্রশিক্ষনার্থী নয় দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন পিটিআই সুপার এসএম রাউফার রহিম, বিশেষ অতিথি ছিলেন সহকারি সুপার আকবর হোসেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা