• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খুলনায় ট্যাংক লরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

দুই শ্রমিকের মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা ট্যাংক লরি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে খুলনার ডিসি, এসপির সঙ্গে ট্যাংক লরি মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক শেষে শ্রমিকদের কার্যালয়ে এ তথ্য জানান শ্রমিক নেতা মো. নূরুল ইসলাম। 

এর আগে খুলানার খালিপুরের কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানি তেল ডিপোতে ট্যাংক লরিতে তেল লোড শুরু হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় ট্যাংক লরিতে খুলনাসহ ১৫ জেলায় জ্বালারি তেল সরবরাহ শুরু করে শ্রমিকরা। 

শ্রমিক নেতা মো. নূরুল ইসলাম জানান, ট্যাংক লরি শ্রমিকদের আন্দোলন নিরসনে শুক্রবার সকাল ৯টায় সাকির্ট হাউজে মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক বসেন ডিসি মোহাম্মদ হেলাল হোসেন। এতে যোগ দেন এসপি এস এম শফিউল্লাহ, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, জ্বালানি তেল মালিক সংগঠনের নেতা শেখ ফরহাদ হোসেন, হাবিবুর রহমান, ট্যাংক লরি শ্রমিক নেতা মো. নূরুল ইসলাম ও আলী আজিম। বৈঠকে দুই শ্রমিকের বিরুদ্ধে করা মামলাটি আইনিভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন ডিসি। এ প্রতিশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা করা হয়।

৪ এপ্রিল খুলনার অড়ংঘাটা থানা এলাকায় ট্যাংক লরির ধাক্কায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ট্যাংক লরির দুই শ্রমিকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় ট্যাংক লরির মালিক-নেতারা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা