• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খুমেকের ৩টি ইউনিট ‘লকডাউন’ ঘোষণা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জ অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। কলেজের তিনজন চিকিৎসক কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় ‘জেলা পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি’ সোমবার (২০ এপ্রিল) লকডাউন ঘোষণা করে।

খুলনার জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইতোপূর্বে ও্ই প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জে অবস্থানরত/দায়িত্ব পালনরত চিকিৎসকদের অধিকতর সতর্কতা অবলম্বনসহ উক্ত স্থানসমূহে চলাচল নিয়ন্ত্রিত রাখার জন্য অনুরোধ করা হলো।

খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের এক সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের এক সহকারী অধ্যাপক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন খুলনার আইসোলেশন ইউনিটে (ডায়বেটিক হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা