• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কৃষকদের মানউন্নয়নে খামার ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

শুক্রবার সকালে শ্যামনগর উপজেলায় বাংলাদেশ পরমাণু গবেষণা কৃষি ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে কাশিমাড়ী ইউপির শংকরকাটি গ্রামে উপকুলীয় অঞ্চলের জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়নে খামার ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

লবণাক্ত এলাকায় কৃষকের সমন্বিত কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা, ময়মনসিংহের মহাপরিচালক ড.বীরেশ কুমার গোস্বামী। প্রধান অতিথি বক্তব্যে কৃষকদের বেড পদ্ধতিতে সবজি চাষ করা,বৃষ্টির পানি সংরক্ষণ করা,একই জমিতে বার বার একই ফসল না করা,জমিতে জৈব সার ব্যবহার করাসহ অন্যান্য বিষয়ে কৃষকদের পরামর্শ মূলক কথা বলেন।

বিনা, ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক মো. মুনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, বিনা, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধŸতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোকনুজ্জামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আল আরাফাত তপু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন, সেলিম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা সামছুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বিনার নির্ধাররিত শংকরকাটি ও যাদবপুর গ্রামের বাসিন্দা কৃষক আবু সরোয়ার, ফজলুল হক, উজ্জল মন্ডল, পূর্ণিমা গাইন, রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম মাহফুজুর রহমান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা