• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি ঘটনায় আটক এক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

কালিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের শার্টারের লক ভেঙে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদরে অবস্থিত ‘টেলিকম’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে। এঘটনায় চোরাই মালসহ উপজেলার তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের মৃত আহসান গাজীর ছেলে এলাকার চিহিৃত চোর সালাহউদ্দিন গাজীকে (৩৫) আটক করেছে পুলিশ।

উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ গোলাম মোত্তর্জার ছেলে দোকান মালিক শেখ মোদাচ্ছের আলম (৩০) জানান, কালিগঞ্জ-বাঁশতলা সড়কের বামপাশে ‘ টেলিকম’ নামক তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের ন্যায় তিনি গত মঙ্গলবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন (বুধবার) সকাল ৮ টার দিকে তিনি দোকানে যেয়ে শার্টারের লক ভাঙা অবস্থায় দেখতে পান। চোরচক্র তার দোকানের ড্রয়ারে থাকা লক্ষাধিক টাকাসহ উন্নতমানের ৭ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে বলে নিশ্চিত হন।

এঘটনায় তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নিদের্শে পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ সাঁড়শী অভিযান চালিয়ে উপজেলার তারালী মোড় থেকে চুরি হওয়া একটি মোবাইলসহ চোর সালাহউদ্দিন গাজীকে আটক করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি হওয়া একটি মোবাইলসহ সালাহউদ্দিন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ ৭টি মামলা রয়েছে। আসামিকে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা