• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা প্রতিরোধে সফল দক্ষিণ কোরিয়া

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

কোভিড নাইনটিন প্রতিরোধে সফল দেশ হিসেবে এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে দক্ষিণ কোরিয়া। গত কয়েকদিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা এক অঙ্কের ঘরেই রয়েছে। ফলে স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। ব্যাপক হারে পরীক্ষা, লকডাউনমসহ নানা পদক্ষেপে করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরতে পেরেছে দক্ষিণ কোরিয়া। এখন দেশটিতে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে সামাজিক দূরত্বসহ নানা বিধি।

রাজধানী সিউলে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। নিরাপদ দূরত্ব বজায় রেখেইড কাজে ফিরছেন নগরবাসী। জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় শপিংমল এবং রেস্তোরাঁয় আবার জড়ো হচ্ছেন দক্ষিণ কোরীয়রা।

দক্ষিণ কোরীয় নাগরিক বলেন, করোনা জয়ে আমরা সত্যিই আনন্দিত। এখন অনেকটা শঙ্কামুক্ত হলেও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করছি এবাং সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসের সব কাজ করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি এখনও। তবে উপসনালয়গুলো কিছু দিনের মধ্যে খুলে দেয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরীয় সরকার।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা