• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা নিয়ে গুজব ছড়ানোয় গ্রেফতার ১

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংপুরের বদরগঞ্জ উপজেলার করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে শফিউল আযম রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রানা উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি গ্রামের মিসকিনপাড়ার আউয়াল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আরিফ আলী জানান, রানার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে রানা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে ‘বদরগঞ্জের আউলিয়াগঞ্জে করোনা আক্রান্ত ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন’ এমন একটি তথ্য পরিবেশন করেন। ওই স্ট্যাটাসের পর পুলিশ জানতে পারে যে বৃদ্ধ ব্যক্তি মৃত্যুবরণ করেননি। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এ গুজব মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয়দের মনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশঙ্কা দেখা দেয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা