• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ওষুধ নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যুর মিছিলও। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকাগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে মোদি সরকার। এদিকে ভারতের কাছে ম্যালেরিয়ার হাইড্রোঅক্সিক্লোরোকুইন ওষুধ চেয়েছে যুক্তরাষ্ট্র। সেটা নিয়েও দুই দেশের মধ্যে চলছে রশি টানাটানি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সেখানে তুলনামূলকভাবে করোনা ভাইরাসের দাপট কম। ম্যালেরিয়ার জন্য বিশ্ব স্বীকৃত হাইড্রোঅক্সিক্লোরোকুইন ওষুধ আছে ভারতের কাছে। করোনায় কার্যকরী এমন দাবির ভিত্তিতে সম্প্রতি ওষুধটির রফতানি বন্ধ করে ভারত সরকার। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এমন সিদ্ধান্তে পাল্টা প্রত্যাঘাতের হুমকি দেয়ায় আবারও ওষুধটি রফতানির ইঙ্গিত দিয়েছে মোদি সরকার।

এদিকে দেশের এ সঙ্কটময় সময়ে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটির সব রাজনৈতিক দলের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হওয়ার কথা রয়েছে।

এরমধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সরকারের পাশে থাকার কথা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

করোনার সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন, যা শেষ হওয়ার কথা রয়েছে ১৪ এপ্রিল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা