• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে ৮০হাজার টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ জুন ২০২১  

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ১৭৫ কেজি মাছ বিনষ্ট ও ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের হাজির হাটখোলার ব্যবসায়ী নরেন্দ্রনাথ প্রামান্যের ছেলে পঞ্চানন প্রামান্যকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ১৭৫ কেজি বাগদা চিংড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকারের নির্দেশ অমান্য করে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর শাস্তি ও জরিমানা করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। তিনি আরও বলেন ভবিষ্যতে উপজেলাব্যাপী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে এ ধরণের জঘন্য অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারি মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, অফিস সহকারি আব্দুর রশিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা