• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে ৩২০০ টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১  

আশাশুনিতে মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে টানা এক সপ্তাহের লকডাউন এর দ্বিতীয় দিনে আশাশুনি উপজেলায় মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে একসপ্তাহের লকডাউনে প্রতিদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সচেতনতামূলক প্রচার ও অযাচিতভাবে চলাচলে বিধিনিষেধ এর উপর কঠোর মনিটরিং এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

বৃহস্পতিবার আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে একটি মামলায় তিন হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা সরকারের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টের মাধ্যমে আরও কঠোর শাস্তিদান প্রদান করা হবে মর্মে প্রচার-প্রচারণা চালানো হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা