• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১  

আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সীমিত পরিসরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এওপি সার প্রদান করা হয়। উপজেলার সকল ইউনিয়নের ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ কার্যক্রমের লক্ষ্যে অনুষ্ঠানে ২ জন কৃষককে বীজ ও সার প্রদান করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা