• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

রেকর্ড গড়ে আফগানদের প্রথম টেস্ট জয়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আফগানরা। অভিষেকের এক বছরের মাথায়ই এই সাফল্য তাদের। শুধু জয় পাওয়াই নয়, একেবারে রেকর্ড গড়েই ঐতিহ্যবাহী এই ফরম্যাটে উদযাপন করল টিম আফগানিস্তান।

পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে অভিষেকের পর সবচেয়ে দ্রুততম সময়ে নিজেদের প্রথম জয় তুলে নিল আফগানরা। দেরাদুনে একমাত্র টেস্টে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় আসগর আফগান ও তার দল।

মাত্র ১৪৭ রানের টার্গেটে নেমে তৃতীয় দিন ২৯ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করে আফগানিস্তান। তবে চতুর্থ দিন দ্বিতীয় উইকেট জুটিতে ইহসানউল্লাহ ও রহমত শাহ এর জুটি থেকে আসে ১৩৯ রান। প্রথম ইনিংসে মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিম রহমত দ্বিতীয় ইনিংসেও দাপুটে ব্যাটিং করেন। ১২২ বলে শেষ পর্যন্ত ৭৬ করে ক্যামেরনের বলে আউট হন তিনি। পরে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ নবী এক রান করে রান আউটে কাটা পড়েন। 

তবে হাসমত এক বল মোকাবেলা করেই সেই মাহেন্দ্রক্ষণটি দলকে উপহার দেন। ইহসানউল্লাহ ১২৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা