• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যে দুই মাইলফলকের সামনে সাকিব

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩  

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই আফগানদের বিপক্ষে সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। একই সঙ্গে এই ফরম্যাটে প্রথমবারের মতো রশিদদের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা। এমন ম্যাচে নতুন দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার সিরিজের প্রথম টি-২০তে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যে জয়ে আত্মবিশ্বাস ও স্বস্তির হাওয়া বইছে টাইগার শিবিরে। এমনকি সেই আত্মবিশ্বাস থেকে আজ টাইগাররা মাঠে নামবে সিরিজ জয়ের মিশনে। আর এ ম্যাচ দিয়েই ক্যারিয়ারে নতুন দুই মাইলফলক গড়বেন সাকিব। 

২০০৬ সালে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর থেকে এখনো পর্যন্ত ১১৬ ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে নেমেছেন। আর দেশের মাটিতে খেলেছেন ৪৯টি ম্যাচ। ফলে আজকের ম্যাচে আফগানদের বিপক্ষে টস করতে নামলেই ঘরের মাটিতে আন্তর্জাতিক টি-২০তে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশ ক্রিকেটের এ ‘পোস্টার বয়’।

অন্যদিকে একই দিনে টাইগারদের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব গড়তে পারেন আরো একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-২০তে এখনো পর্যন্ত ১১৬ ম্যাচ খেলে ২ হাজার ৩৬৪ রান করেছেন তিনি। আর ঘরের মাটিতে ৪৯ ম্যাচে তার রান ৯৭২। অর্থাৎ আজ ব্যাট হাতে ২৮ রান করতে পারলেই ঘরের মাটিতে এক হাজার রানের রেকর্ড গড়বেন সাকিব।

অধিনায়কের রেকর্ডের দিনে আজ টাইগারদের সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-২০ সিরিজ জয়ের সুযোগ। এর আগে সফরকারীদের বিপক্ষে খেলা দুই সিরিজের একটিতে জয় পেয়েছে আফগানরা। অন্যটি ড্র করেছে বাংলাদেশ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা