• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে তামিম

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ জুলাই ২০২৩  

ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে  হঠাৎ করেই  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা  দিয়েছেন দেশের অন্যতম তারকা ব্যাটার এবং দেশের সর্বকালের সেরা ওপেনার হিসাবে বিবেচিত তামিম ইকবাল। চট্টগ্রামে তাড়াহুড়া করে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্না ভেজা চোখে অবসরের ঘোষণা দেন তামিম।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিমের ১৩ রানের ইনিংসটি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়ে থাকলো। ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে তামিম  আন্তর্জাতিক ম্যাচ খেলে ফিটনেসের মূল্যায়ন করবেন বলে উল্লেখ করেছিলেন। তামিমের এমন ঘোষনায় ক্ষোভ  প্রকাশ করেছিলেন  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  অনেকেরই ধারনা  বিসিবি সভাপতি সভাপতির  ক্ষোভে হঠাৎ অবসরের ঘোষনা দেন তামিম।
তামিমের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ পাপন বলেছিলেন, একজন খেলোয়াড় কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এতটা হালকাভাবে নিতে পারে!
গতকালের ম্যাচে আলগা শটে তামিমের আউটের পর দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন বিসিবির কয়েকজন পরিচালকও।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা