• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ফের পাকিস্তানের নেতৃত্বে শোয়েব, ফিরছেন উমর আকমল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়ক হলেন শোয়েব মালিক। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই অভিজ্ঞ এ ক্রিকেটারকে ফের দলের নেতৃত্বে এনেছে বোর্ড।

আগামী ২২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে সিরিজ। গোটা সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বিজ্ঞ অলরাউন্ডার মালিক। ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে সরফরাজ নিষিদ্ধ হলে অধিনায়কত্ব করেন তিনি।

পাক দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ইংল্যান্ড বিশ্বকাপে আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শতভাগ ফিট পেতে চাই। তাই সরফরাজসহ কয়েকজনকে বিশ্রাম দেয়া হয়েছে। টানা ক্রিকেট খেললে খেলোয়াড়দের শরীরের ওপর দিয়ে বড় ধকল যায়। বৈশ্বিক আসরের আগে তারা যেন পরিশ্রান্ত হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখছি।

তিনি বলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে উজ্জীবিত দল নিয়ে যাওয়া দরকার। শারীরিক ও মানসিকভাবে ফিট খেলোয়াড় নিয়েই বিশ্বমঞ্চে আমরা পারফরম করতে চাই।

পিএসএলে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার বদলি হিসেবে দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য হার্ডহিটার উমর আকমলকে ডাকা হতে পারে বলে আভাস দিয়েছেন মুলতানের সুলতান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা