• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নাইটহুড পেলেন অ্যালিস্টার কুক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

ইংল্যান্ডের হয়ে টেস্টে দারুণ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন অ্যালিস্টার কুক। দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরিসহ ইংল্যান্ডের হয়ে  সর্বোচ্চ টেস্ট ক্যাপ পরা ক্রিকেটার তিনি। ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নাইটহুড উপাধি পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।

মঙ্গলবার বাকিংহাম প্যালেসের রাজপ্রাসাদে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই খেতাব তুলে দেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। ২০০৭ সালের পর ইংল্যান্ডের দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাইটহুড পেলেন কুক। এছাড়া ইয়াম বোথামের পর তিনিই প্রথম কোনো ক্রিকেটার যাকে রাজ পরিবারের পক্ষ থেকে এমন উপাধি দেওয়া হলো।

অ্যালেস্টার কুক ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরিও করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে অ্যাক্সেসের হয়ে খেলা কুক অবসরের এক বছরের মধ্যেই দারুণ এই উপাধি পাওয়ার আবেগে আপ্লুত। অ্যালিস্টার তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'হাজার দর্শকের সামনে খেলেছি, কখনো কিছু মনে হয়নি। কিন্তু পুরস্কার নিতে যাওয়ার সময় কেন জানি একটু ঘাবড়ে গেলাম।'

পুরো ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন কুক। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ইংল্যান্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন অ্যালেস্টার। সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশদের হয়ে করেছেন ১২ হাজারের বেশি রান। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফলও এই অ্যালিস্টার কুক। তার নেতৃত্বে রেকর্ড ৫৯ ম্যাচ জিতেছে ইংলিশরা।

অধিনায়ক হিসেবে ২০১২ সালে ভারতে সিরিজ জেতেন কুক। ২০১২ এবং ২০১৩ সালে অ্যাশেজ জয় এবং ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে দলকে ফাইনালে তোলেন তিনি। কুক ওয়ানডে ফরম্যাটে ৯২ ম্যাচে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন। আদর্শ টেস্ট ক্রিকেটার হিসেবে খ্যাতি পাওয়া কুক দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন চারটি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা