• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বাংলাদেশ একদিন বিশ্বের সেরা দল হবে: আইসিসি চেয়ারম্যান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের  (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মনে করেন ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ একদিন বিশ্বের সেরা দল হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শশাঙ্ক মনোহরের জন্য বিসিবির দেওয়া রিসিপশন পার্টিতে তিনি এমন মন্তব্য করেন।

শশাঙ্ক মনোহরের বলেন, ‘বর্তমান বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এগিয়ে যাচ্ছে। পূর্ণ সদস্য হিসেবে আইসিসির শেষ দেশ ছিল বাংলাদেশ। যারা এখন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারাতে সক্ষম। ঘাটতি শুধু ধারাবাহিকতায়।ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ একদিন হবে বিশ্বের সেরা দল।’

আইসিসি চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক এই প্রথমবার বাংলাদেশে এসেছেন। তবে এর আগে ২০১০ এবং ২০১১ সালে মোট দুইবার বাংলাদেশে আসেন শশাঙ্ক। ২০১১ থেকে এখন পর্যন্ত আট বছরে টাইগার ক্রিকেটের অনেক পরিবর্তন তার চোখে পড়েছে।

শশাঙ্ক বলেন, ‘এটা আমার তৃতীয় বাংলাদেশ সফর, ঢাকায়ও। প্রথমবার এসেছিলাম ২০১০ সালে। যখন বিশ্বকাপ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা চলছিল। ওই সময় উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে হওয়ার কথা ছিল। ফলে আমাকে অ্যাজেন্সির সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আসতে হয়েছিল। দ্বিতীয়বার এসেছিলাম ২০১১ সালে। যখন বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলো। কেননা, তখন আমি বিসিসিআই’র সভাপতি ছিলাম। এই দিয়ে তৃতীয়বার। আমি ঢাকার অনেক পরিবর্তন দেখছি। এবং উন্নয়নও।’

শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল ) ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ দেখবেন মাঠে বসে।  এরপর শনিবার তিনি ঢাকা ত্যাগ করবেন

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা